হরিঢালী মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা পাইকগাছার হরিঢালী মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(০১ ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আরাম্ভ হয়।
এ সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীন, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক কালীদাশ চন্দ্র, দাতা সদস্য মীর লিয়াকত আলী, অভিভাবক সদস্য শেখ মতিয়ার রহমান, তাজউদ্দীন সরদার, রোকেয়া খাতুন, শিক্ষক প্রতিনিধি সঞ্জয় কুমার মন্ডল, কামাল হোসেন ও সাবিনা ইয়াসমিন। সভা শেষে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে কলেজের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে সংশ্লিষ্টদের পরামর্শ দেন ইউএনও খালিদ হোসেন।
আরও পড়ুন:
‘ভাস্কর্য নিয়ে উসকানিমূলক বক্তৃতা-বিবৃতির বিষয়ে সংযত হতে হবে’
কপিলমনিতে মটর সাইকেলের ধাক্কায় দুই স্কুলছাত্রী আহত
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন মামুনুল হক
আলাদিন আসছে বাংলাদেশের টিভি পর্দায়