মামলায় হাজিরা দিতে মির্জা ফখরুল আদালতে

হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল
ফাইল ফটো

ডেক্স রিপোর্টঃ নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দুই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে যান তিনি।

এর আগে, সকাল ৮টার দিকে তিনি উপস্থিত হন আদালতে। এজলাসে উঠার আগে তিনি আইনজীবীর চেম্বারে অপেক্ষা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলার ধার্য তারিখ রয়েছে। তদন্তাধীন এই দুই মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here