হৃদরোগের চিকিৎসা নিতে ফের হাসপাতালে রিজভী

হৃদরোগের চিকিৎসা নিতে

ডেস্ক নিউজ: হৃদরোগের চিকিৎসা নিতে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ল্যাব এইড হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে  জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

অধ্যাপক সোহরাব উজ্জামানের তত্ত্বাবধানে রিজভী চিকিৎসাধীন আছেন।

বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “রুহুল কবির রিজভী হৃদরোগের পরবর্তী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুপুরে মেডিকেল বোর্ড বসবে। এরপর পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেবেন তারা।”

ভর্তির পর রুহুল কবির রিজভীকে দেখতে যান দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে নিজের গাড়িতে উঠার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ল্যাব এইডে ভর্তি করা হয়।

গত ১৫ অক্টোবর রিজভীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে। ওই দফায় ব্লকের ৪০ শতাংশ অপসারণ করা হয়।

১৩ দিন হাসপাতালে থাকার পর ২৮ অক্টোবর রিজভী ছাড়পত্র পেয়ে শ্যামলীর আদাবরের বাসায় ফিরে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here