বাংলাদেশকে অক্সফোর্ডের ২০ লাখ টিকা উপহার দিলেন ভারত, আসছে ২০ জানুয়ারি
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশকে অক্সফোর্ডের ২০ লাখ টিকা উপহারস্বরূপ দিলেন ভারত, আসছে ২০ জানুয়ারি। বাণিজ্যিকভাবে দেশে আসার আগেই ভারত থেকে আসছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত ২০ লাখ ডোজ করোনার টিকা।
আগামী বুধবার (২০ জানুয়ারি) এ টিকার চালানটি
দেশে পৌঁছাবার কথা রয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন >>যশোরে ছাত্রী অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের কারাদন্ড
তিনি বলেন, উপহারস্বরূপ ২০ লাখ টিকার চালান ২০ জানুয়ারি দেশে আসবে এই মর্মে সরকারের উচ্চ মহলের একটি চিঠি পেয়েছি।
বাণিজ্যিকভাবে বেক্সিমকো ফার্মা এ টিকা আমদানি করছে। তাদের চালানটি ২৬ জানুয়ারি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন>>>
বরিশালের উজিরপুরে গাছের গুড়ির নিচে শিশুর লাশ
সিলেটে ইয়াবাসহ পুলিশের এস আই আটক