৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

২৫ পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থী যাঁরা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ২৮, ২০২০
156
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
২৫ পৌরসভা নির্বাচনে আ.লীগের
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়ছবি: পিআইডি | ছবি : ২৫ পৌরসভা নির্বাচনে আ.লীগের

ডেস্ক রিপোর্ট:  আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫টি পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আজ শনিবার ।

আজ বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ২৫ জন প্রার্থীর নামের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

প্রার্থী হলেন যাঁরা

পঞ্চগড় সদর পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় মো. কশিরুল আলম, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভায় মো. খাজা মইন উদ্দীন, রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভায় মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদর পৌরসভায় মো. কাজিউল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মো. রবিউল ইসলাম, কাটাখালীতে মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনায় সনৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, বরগুনার বেতাগীতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালী কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আ. বারেক মোল্লা, বরিশালের উজিরপুর পৌরসভায় মো. গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় মো. রমজান আলী, ধামরাই পৌরসভায় গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মো. আনিছুর রহমান, ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস এম ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনা জেলার মদন পৌরসভায় মো. আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জ জেলার দীরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় মো. মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram