ডেস্ক রিপোর্টঃ যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এমপি।
আরও পড়ুন>>>ভারতীয় অত্যাধুনিক ৬টি এয়ারগান জব্দ
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান ,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাসচিব হাবিবুর রহমান ও যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এমপি বলেন, ভার্চুয়াল খেলায় অংশগ্রহণ করে আমাদের ছাত্র ছাত্রীদের জীবন হুমকির মুখে। ডিজিটাল ডিভাইস এক নির্দিষ্ট বয়েসের পর ব্যবহার করলে ভালো হবে। আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হবে। আর এই বাংলা ডিজিটাল বাংলায় পরিণত করতে ছাত্র-ছাত্রীর অবদান সব থেকে বেশি প্রয়োজন।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
