ডেস্ক রিপোর্টঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ আগামী ৭ ফেব্রুয়ারি থেখে শুরু হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাসমূহ শুরু হবে। সকল পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেয়া হয়েছে।
আরও পড়ুন>>>স্বাস্থ্যমন্ত্রীর প্রাণঘাতী ওমিক্রন নিয়ে হুঁশিয়ারি
উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণ বাড়ার কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে মন্ত্রিপরিষদ থেকে ১১ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
