১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৭, ২০২১
22
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের
ছবি- সংগৃহীত | ছবি : অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্টঃ অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সুদের ব্যবসা পরিচালনাকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে বলা হয়েছে।
অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের ভার্চুয়াল বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আরও পড়ুন>>>প্রতিবছরই দিতে হতেপারে করোনার টিকা

আদেশে বলা হয়েছে— অনুমোদনহীন ক্ষুদ্রঋণের কারবার নিয়ে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। আদেশের অনুলিপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

তদন্তের সময় যদি অননুমোদিত বা লাইসেন্স ছাড়া ক্ষুদ্রঋণ কারবারি সমবায় বা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়,

আরও পড়ুন>>>চলতি বছরে পরীক্ষা, এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

তা হলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে তাৎক্ষণিকভাবে সেসব প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধের পাশাপাশি আইনিব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে সুদ কারবারিদের তালিকা দিতে মাইক্রোক্র্যাডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই রিট মামলার বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৩০ নভেম্বর তারিখ রাখা হয়েছে।

আরও পড়ুন>>>ইয়েমেনে সরকার সমর্থক সেনাদের সঙ্গে সংঘর্ষে ৫০ জনের প্রাণহানি

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram