৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে সবজি নিয়ে কর্মহীনদের বাড়িতে উপজেলা চেয়ারম্যান বিপুল

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ৫, ২০২১
14
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
অভাবিদের বাড়িতে সবজি পৌঁছে দেয়ার উদ্যোগ
যশোরে সবজি নিয়ে অভাবি কর্মহীনদের বাড়িতে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল | ছবি : অভাবিদের বাড়িতে সবজি পৌঁছে দেয়ার উদ্যোগ

জেলা প্রতিনিধি যশোরঃ যশোরে চলছে করোনার ভয়াবহ তান্ডব। গত ৯ জুন থেকে যশোরে প্রথমে সীমিত লকডাউন, পরে কঠোর লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। এসব অভাবিদের বাড়িতে সবজি পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

আরও পড়ুন>>>উজিরপুরে নারী আসামীকে যৌন নির্যাতেন ওসি ও তদন্ত ইন্সপেক্টর ক্লোজড

আজ সোমবার (৫জুলাই) থেকে এই কার্যক্রম শুরু করেছেন তিনি। প্রথম দিন যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে এক হাজার ২শ প্যাকেট সবজি বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। এজন্য তিনি ৯ টি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবক টিম গঠন করেছেন। টিমের সদস্যরা ঘরবন্ধি মানুষের বাড়িতে এসব সবজি পৌঁছে দিচ্ছেন। লকডাউন চলাকালে অভাবিদের বাড়িতে সবজি পৌঁছে দেয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন>>>সাতক্ষীরায় লকডাউন সফল করতে পুলিশের মহড়া

যশোর শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল জানান, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে তারা অভাবিদের বাড়ি বাড়ি সবজি পৌঁছে দিচ্ছেন। তিনি শহরের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব আছেন। প্রথম দিন পটল, পুঁইশাক, কচু, ঝিঙে, দেড়স, কাকরোল, মিষ্টি কুমড়া দেয়া হয়েছে।

এদিকে, সোমবার সকালে আরবপুর ইউনিয়নে দিনমজুর, চা বিক্রেতা ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন আনোয়ার হোসেন বিপুল। খাবার হিসেবে প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, লবণ ও তেল দেয়া হয়। ইউনিয়নের ভেকুটিয়া বাজারের শহীদের মোড়ে শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাবার তুলে দেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

আরও পড়ুন>>>দেড়কেজি গাঁজাসহ নাটোরে এক ব্যবসায়ী আটক

এ সময় বিশেষ অতিথি ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান মিলন।

সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক, আরবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শহীদুজ্জামান শহীদের সার্বিক ব্যবস্থাপনায় খাবার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, আরবপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক রুপালি আক্তার রুপা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram