২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

অসহায়দের করোনা চিকিৎসার দায়িত্ব নিলেন বিপুল

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ৩, ২০২১
14
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
অসহায়দের চিকিৎসার দায়িত্ব নিলেন
| ছবি : অসহায়দের চিকিৎসার দায়িত্ব নিলেন

জেলা প্রতিনিধি যশোরঃ যশোর সদর উপজেলার করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম ও বিধবা মায়েদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

আরও পড়ুন>>>যশোরে করোনায় গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু

শনিবার (৩ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানিয়েছেন।

আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সদর উপজেলার অসহায় কোনো মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম ও বিধবা মা করোনা আক্রান্ত হলে তার চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা করছি।

আরও পড়ুন>>>নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় স্বামী আটক

যশোরে দেড় বছরের আক্রান্ত ও মৃত্যুকে ছাড়িয়ে গেলো এক জুন মাসেই
ভিডিও বার্তায় তিনি , স্বধীন কণ্ঠকে বলেন ‘যশোরে করোনার তাণ্ডব চলছে। প্রতিদিনই শত শত করোনা রোগী শনাক্ত হচ্ছে। অনেকে মারা যাচ্ছেন। যশোরে প্রতিদিন করোনা শনাক্তের হার গড়ে ৫০ শতাংশে পৌঁছে গেছে। জেলার আট উপজেলার মধ্যে আমাদের যশোর সদর উপজেলার পরিস্থিতি আরো ভয়াবহ।জেলায় প্রতিদিন শনাক্তের প্রায় ৬০ শতাংশের বাড়ি সদর উপজেলায়। এমন পরিস্থিতিতে আমাদের সাবধানতা ও সচেতনতা বাড়ানো জরুরী হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘করোনার ভয়াবহ থাবা আমাদের সবার জীবনের স্বাভাবিক ছন্দ তছনছ করে দিচ্ছে। অনেক স্বপ্ন বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনা। এখন সুস্থ্ থাকাটাই মুখ্য হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্র ও স্থানীয় প্রশাসন বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে যশোর জেলা প্রশাসন করোনা মহামারীকালে দিনমজুর, রিকসাচালক, মুদি বা চা-দোকানীসহ নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এনজিও ঋণের কিস্তি আদায় সামায়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।’

আরও পড়ুন>>>কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কেটে গৃহবধূর মৃত্যু

‘আমাদের প্রিয় নেত্রী, মানবতার মা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা থেকে রক্ষা করতে দিন-রাত পরিশ্রম করছেন।তার আন্তরিক উদ্যোগের কারণে আবারো দেশে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছেন। যশোরে আমরা সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে মাঠ পর্যায়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে আমরা করোনাকে প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। মহান রাব্বুলামিন নিশ্চয় আমাদের সহায় হবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram