৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১১, ২০২৪
42
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার : বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিয়েছেন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসুল্লি।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ৪৩ পর্যন্ত ২৬ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গী এলাকা।

এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের।

এর আগে, ভোর থেকে মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে আসেন৷

উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের লাখো মুসুল্লি যোগ দেন।

২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা আয়োজন করে আসছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram