২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ইতালিকে উড়িয়ে ‘মহা ফাইনাল’ জিতলো আর্জেন্টিনা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুন ২, ২০২২
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ক্রীড়া ডেস্কঃ একটা ছবি, লিওনেল মেসিকে জর্জো কিয়েল্লিনিসহ ইতালির চারজন খেলোয়াড় ঘিরে রেখেছেন। কিছুতেই তাঁকে বেরিয়ে যেতে দিতে চান না। ম্যাচজুড়ে এমন অনেক ছবিরই রচনা হয়েছে। কিন্তু যিনি সব রক্ষণ ভেদ করে বেরিয়ে যেতে চান, তাঁকে কি আর কড়া পহাড়ায়ও আটকে রাখা যায়!

মেসি ইতালির জমাট রক্ষণের কড়া পাহারা ভেদ করে বারবারই বেরিয়ে যাচ্ছিলেন। ১৫ মিনিট, ২০ মিনিট, ২৫ মিনিট…তিনবার তিনি ইতালির রক্ষণ ভেদ করেছিলেন, কিন্তু গোল পাননি, পা গোল এনে দিতে পারেননি। অবশেষে ২৭ মিনিটে মেসি সফল হলেন। ইতালির পেনাল্টি বক্সের বাঁ প্রান্ত থেকে রক্ষণচেরা এক পাস দিলেন লাউতারো মার্তিনেজকে। ডান পায়ের আলতো ছোঁয়ায় আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন তিনি।

মেসিকে ঘিরে ধরেছে ইতালির রক্ষণ। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আটকে রাখতে পারেননি কিয়েল্লিনিরামেসিকে ঘিরে ধরেছে ইতালির রক্ষণ। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আটকে রাখতে পারেননি কিয়েল্লিনিরা

৪৪ মিনিটে লাউতারো মার্তিনেজের অসাধারণ এক থ্রু পাস ,থেকে আনহেল দি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এ গোলটি আরেকটি কথাও যেন অনুচ্চারে বলতে চেয়েছে-এই আর্জেন্টিনা একা মেসির ওপর নির্ভরশীল নয়, লিওনেল স্কালোনির এই আর্জেন্টিনা সত্যিকার অর্থেই একটি দল হিসেবে খেলে!

২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা আর্জেন্টিনা ইতালিকে যেন আরও চেপে ধরতে চাইল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে না পারা ইতালি এ ম্যাচে ঘুরে দাঁড়নোর যে সংকল্প নিয়ে এসেছিল, সেটাকে পাত্তা না দিয়ে তাদের উড়িয়ে দিতে চাইল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে বিধ্বস্ত করতে চাইল ইতালিকে।

আর্জেন্টিনা হয়তো এটাও প্রমাণ করতে চাইল যে এখনো লাতিন আমেরিকার ফুটবল ইউরোপের চেয়ে এগিয়ে। ‘লা ফিনালিসিমা’ নামের এ ম্যাচটি সাধারণত হয় লাতিন আমেরিকার সেরা দলের সঙ্গে ইউরোপের সেরা দলের। এর আগে দুবার হওয়া এ প্রতিযােতিায় একবার ইউরোপের জয় হয়েছে, আরেকবার লাতিন আমেরিকার। ১৯৮৫ সালে প্রথম লা ফিনালিসিমমায় জয় পেয়েছিল ফ্রান্স। ১৯৯৩ সালে দ্বিতীয়টিতে আর্জেন্টিনা।

এরপর এই আবার লা ফিনালিসিমা-যেখানে একচ্ছত্র আধিপত্য দেখাল কোপ আমেরিকার সর্বশেষ বিজয়ী আর্জেন্টিনা। লা ফিনালিসিমার ইতিহাস সরিয়ে রেখে আবার আজকের ম্যাচে আসা যাক। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইতালির রক্ষণের ওপর যেন ঝড় বইয়ে দিয়েছে স্কালোনির আর্জেন্টিনা।

৪৯ থেকে ৬১-এইএই ১২ মিনিটে তিনটি গোলের সুযোগ তৈরি করেছে আর্জেন্টিনা। ৪৯ ও ৫৯ মিনিটে দি মারিয়ার বাঁ পায়ের দুর্দান্ত দুটি শট দারুণ দক্ষতায় বাঁচিয়েছেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ৬১ মিনিটে দি মারিয়ার আরও একটি অসাধারণ বাঁকানো শট ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার। তিনটি সুযোগের দুটিই তৈরি হয়েছিল মেসির অসাধারণ ড্রিবলিং থেকে।

এরপরও ইতালির রক্ষণে আতঙ্ক ছড়িয়ে যান মেসি-দি মারিয়া-মার্তিনেজরা। কখনো নিজেদের ভুলে, কখনো আবার দোন্নারুম্মার অসাধারণ সেভের কারণে গোল পাচ্ছিলেন না। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মেসির পাস থেকে বদলি হিসেবে নামা পাওলো দিবালার গোলে ৩-০ ব্যবধানে লাতিন আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই লা ফিনালিসিমা জিতে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram