২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ইরানকে উন্নত স্যাটেলাইট দেয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুন ১১, ২০২১
9
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ইরানকে উন্নত স্যাটেলাইট দেয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
ফাইল ফটো | ছবি : ইরানকে উন্নত স্যাটেলাইট দেয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া একটি উন্নত স্যাটেলাইট দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরানকে। এর মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন>>>দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

এই পরিকল্পন্ননার আওতায় রাশিয়ায় তৈরি ক্যানোপুস-৫ নামের একটি স্যাটেলাইট কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটে সংযুক্ত থাকবে উচ্চ রেজুলেশনের ক্যামেরা।

এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান পারস্য উপসাগরের তেল শোধনাগার, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি সবই নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে।

আরও পড়ুন>>>বরিশালে দু’পায়ে নির্যাতনকারীদের নাম লিখে গৃহবধুর আত্মহত্যা…

ক্যানোপুস-৫ বেসামরিক কাজেই ব্যবহৃত হয়। তবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের কর্মকর্তারা স্যাটেলাইটটি নেয়ার জন্য ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার রাশিয়া সফর করেছেন।

ইরানের ট্রেন কর্মীদের সাহায্য করতে রুশ বিশেষজ্ঞরা সম্প্রতি ইরান সফর করেছেন। এসব কর্মীরা ইরানের নতুন তৈরিকৃত একটি অবকাঠামো থেকে এই স্যাটেলাইট পরিচালনা করবে।

আরও পড়ুন>>>নড়াইলের কৃতি সন্তান হচ্ছেন নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ 

ইরানের রেভোলিউশনারি গার্ড গত বছরের এপ্রিলে জানিয়েছিল, তারা দেশটির প্রথম সামরিক স্যাটেলাইট কক্ষপথে সফলভাবে স্থাপন করতে পেরেছে। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বিরুদ্ধে আপত্তি তুলে বলেছিলেন, ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। তিনি এ ঘটনায় ইরানকে জবাবদিহির আওতায় আনার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram