২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ইরানের হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ১৪, ২০২৪
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বড় অংশই ভূপাতিত করেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম (আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা) ব্যবহার করে ও ওই অঞ্চলে কৌশলগত সহযোগীদের সঙ্গে মিলে ইসরায়েল ভূখণ্ডে আসার আগে সেগুলো ভূপাতিত করা হয়েছে।

তবে অল্প যে কয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে তাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটির অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে।

অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম হলো অতি উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার একটি পদ্ধতি। সম্প্রতি ইসরায়েল হুতিদের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এটি ব্যবহার করে।

এদিকে ইসরায়েলে সরাসরি হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক। দেশটির বিভিন্ন স্থানে এই মিছিল হয়েছে।

ইসরায়েলে চালানো হামলা উদযাপন করতে অনেকেই জড়ো হন তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে। সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে এমন হামলা হতো না।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেন, ইসরায়েল ইজ আন্ডার অ্যাটাক। এটা কখনোই ঘটতে দেওয়া হতো না। আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই হামলা হতো না।

সূত্র: বিবিসি, আল-জাজিরা, প্রেসটিভি

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram