১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ইরান মহাকাশে রকেট পাঠালো

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ৩০, ২০২১
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ইরান মহাকাশে রকেট পাঠালো
ছবি- সংগৃহীত | ছবি : ইরান মহাকাশে রকেট পাঠালো

আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে রকেট পাঠিয়েছে ইরান। আলজাজিরার খবরে বলা হয়েছে, স্যাটেলাইট বহনকারী এই রকেটের মাধ্যমে ইরান মহাকাশে তিনটি গবেষণা যন্ত্র পাঠানোর কথা জানিয়েছে।

ইরান মহাকাশে এমন এক সময় রকেট পাঠাল যখন পরমাণু চুক্তি-২০১৫ তে ফেরা নিয়ে বিশ্বের পাঁচ শক্তিধর দেশের সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাদের অষ্টম দফার সংলাপ চলছে।

আল জাজিরার খবর অনুসারে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশে রকেট পাঠানোর খবর প্রচার করলেও কখন এই রকেট পাঠানো হয়েছে এবং রকেটে কি যন্ত্র আছে সেটি প্রকাশ করেনি। পৃথিবীর কক্ষপথে ইরানের কোনো যন্ত্র প্রবেশ করেছে কিনা সেটাও স্পষ্ট নয়।

এর আগেও মহাকাশে রকেট পাঠিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্র সেই রকেট পাঠানোর নিন্দা জানিয়েছিল। রকেট পাঠানোর বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ হোসেইনি বলেন, ফনিক্স রকেটে তারা ৪৭০ কিলোমিটার উচ্চতায় ডিভাইস পাঠিয়েছেন।

আরও পড়ুন>>>সোমবার পঞ্চম ধাপের ইউপি ভোটের প্রচার শেষ

এর থেকে বেশি তথ্য তিনি জানাননি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, মহাকাশকেন্দ্র এবং রকেটের কার্যকারীতা যথাযথ ছিল। মহাকাশে রকেট পাঠানোকে তিনি তেহরানের ‘প্রারম্ভিক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

এর অর্থ হলো- ইরান মহাকাশে আরও রকেট পাঠাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে রকেট উৎক্ষেপণের যে ফুটেজ প্রচার করা হয়েছে তাতে দেখা গেছে, দেশটির ইমাম খোমেনি মহাকাশ কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে।

পার্শ্ববর্তী মরুভূমিতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক রকেট উৎক্ষেপণকে ইরানের বিজ্ঞানীদের আরেকটি অর্জন বলে প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram