১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

রামপালে উদ্ভোধনের অপেক্ষায় প্রস্তুত প্রধানমন্ত্রীর উপহার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ১৯, ২০২২
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
উদ্ভোধনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর উপহার
| ছবি : উদ্ভোধনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর উপহার

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ভূমিহীনরা পেতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ৷ এবার তৃতীয় পর্যায়ে উপজেলায় কাজ সম্পন্ন হওয়া ২০ টি ঘর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন ।

মঙ্গলবার (১৯ জুলাই) রামপাল উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং সূত্রে এসব তথ্য জানাগেছে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল গৃহহীনদের পূনর্বাসন কার্যক্রম চলমান আছে ।

আরও পড়ুন>>>বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলার সহ নারী আটক

সারাদেশে উদ্ভোধনের জন্য প্রস্তুত ২৬ হাজার ২২৯ টি বাড়ির মধ্যে রামপাল উপজেলায় ৩য় পর্যায়ে সর্বমোট ১০৫ টির মধ্যে প্রথম ধাপে ৮৫ টি গৃহ উদ্বোধন সম্পন্ন হয়েছে ৷ বাকী ২০ টি বাড়ির কাজ সম্পূর্ন করা হয়েছে ৷ মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই সারা বাংলাদেশে একযোগে ঘরগুলির উদ্ধোধন করবেন।
তারপর সেগুলি গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে । ওইদিন উপজেলার গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পে ভার্চুয়ালি যুক্ত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সভায় রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, এসিল্যান্ড সালাউদ্দিন দিপু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উপজেলার আরো ১০৩২ টি ভূমিহীন পরিবারকে পূনর্বাসন করতে বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram