৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এমপি বীরেন শিকদারের ভাই

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ১৯, ২০২৪
8
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে ধনেশ্বারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের ছোট ভাই।
সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুসারে এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে বিমলেন্দু শিকদার প্রার্থিতা প্রত্যাহার করেন।
এ বিষয়ে শুক্রবার বিমলেন্দু শিকদার মোবাইল ফোনে বলেন, ‘আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। ইউপি চেয়ারম্যান থাকায় এলাকায় আমার গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করায় আমি সংসদ সদস্যর ভাই হয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। দলের যে কোনো সিদ্ধান্তকে সম্মান করি। এ জন্য হতাশ হইনি।’
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। দ্বিতীয় ধাপে শালিখা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। মাগুরায় চেয়ারম্যান পদ প্রার্থীরা সবাই প্রায় সরকার দলীয়।
বিমলেন্দু শিকদারের প্রার্থী প্রত্যাহার বিষয়ে মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেণ শিকদার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তকে শালিখা উপজেলা আওয়ামী লীগ মেনে চলবে। এ জন্য ঘোষণা আসার পরপরই বিমলেন্দু শিকদার প্রার্থী প্রত্যাহার করেছেন। আমরা চাই প্রভাবমুক্ত নির্বাচন।’

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram