১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

উরুগুয়ে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১৫, ২০২১
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
উরুগুয়ে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল
ছবি- সংগৃহীত | ছবি : উরুগুয়ে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

ক্রীয়া ডেস্কঃ কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে দশে দশ হয়েছিল না ব্রাজিলের। তবে ওই আক্ষেপ তারা ভুলিয়ে দিলো উরুগুয়ের বিপক্ষে সুন্দর ফুটবলের প্রদর্শন করে। অনেক দিন পর নিখুঁত পারফরম্যান্স করে সেলেসাওরা জিতল ৪-১ গোলে।

মানাউসের আমাজন স্টেডিয়ামে নেইমারের গোলে একটা সময় এগিয়ে যায় ব্রাজিল। এরপর জোড়া গোল করেন রাফিনিয়া। শেষ দিকে জালের দেখা পান গাব্রিয়েল বারবোসা। উরুগুয়ের হয়ে ব্যবধান কমানোর গোলটি করেন লুইস সুয়ারেজ।

আরও পড়ুন>>>সকালের খাবার খাওয়া হলো না চুয়াডাঙ্গার মিল্টন আলীর

শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে ব্রাজিল। সে সুবাদে দলটি এগিয়ে যায় ম্যাচের ১০ম মিনিটে। সে সময় গোল করেন নেইমার।

ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি। এর ৮ মিনিট পর বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

আরও পড়ুন>>>মেয়ের মা হলেন শখ

ম্যাচের ৩৯তম মিনিটে ফের গোল করার সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে এবার তার চেষ্টা রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক। ৪৪তম মিনিটে গোল পেতে পারত উরুগুয়েও।

কিন্তু ব্রাজিল গোলরক্ষকের কল্যাণে কোনো গোল হজম করতে হয়নি তাদের। মাথিয়ান ভেকেনার হেড থামিয়ে দেন তিনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

আরও পড়ুন>>>নরসিংদীতে পূজা মন্ডপগুলোতে দর্শনার্থীদের ভীড়

বিরতির পর ফিরে ৬৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাফিনিয়া। নেইমারের বাড়ানো বলে ডান পায়ের শটে ব্যবধান ৩-০ করেন তিনি।

৭৭তম মিনিটে ব্যবধান কমান লুইস সুয়ারেজ। বক্সের বাইরে এন্থনি ফাউল করলে ফ্রি কিক পায় উরুগুয়ে। দারুণ শটে গোল করেন সুয়ারেজ।

ম্যাচের শেষ দিকে ফের ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান গাভি। নেইমারের বাড়ানো বলে হেডে গোল করেন তিনি। ভিএআরের সিদ্ধান্তেও গোলটি বহাল থাকে।

এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ব্রাজিল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আর্জেন্টিনা। আর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে উরুগুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram