১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ঝালকাঠিতে করোনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেটের মৃত্যু

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ২৮, ২০২১
17
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
করোনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেটের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মৃত্যুবরণ করেছেন। | ছবি : করোনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেটের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

করোনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেটের মৃত্যু
বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন>>>যশোরের শার্শায় ষষ্ট শ্রেণীর ছাত্রীকে মুখ চেপে জঙ্গলে নিয়ে গনধর্ষন আটক-১

করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার।

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।

করোনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেটের মৃত্যু
সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন>>>বরিশালের বানারীপাড়ায় আয়রণ ব্রিজের বরাদ্দে সাঁকো নির্মাণ !

সানিয়া আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের কন্যা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০১৮ সালে ১ মার্চ বিচার বিভাগে যোগদান করেন। তিনি ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম ইমরানুর রহমানের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram