২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২৯, ২০২১
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে
ছবি- সংগৃহীত | ছবি : চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে

ডেস্ক রিপোর্টঃ পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে নানান চক্রান্ত ষড়যন্ত্র করছে। তবে সফল হবে না।

এ দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে। তাই সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কারণ, জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন সাংবাদিকবান্ধব সরকার প্রধান। তিনি সবসময় সাংবাদিকদের পক্ষে থাকেন।

কারণ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্পর্ক হচ্ছে অত্যন্ত মধুর। তাই সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চিহ্নিত করতে হবে।

আরও পড়ুন>>>শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ২

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিজিওথেরাপি ক্যাম্পিং কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ

এনামুল হক শামীম বলেন, সমাজের অবহেলিত নির্যাতিত মানুষের ভরসার স্থল সাংবাদিকরা। যখন কোথায়ও যাওয়ার সুযোগ পায় না তখন আপনাদের কাছে আসে।

আরও পড়ুন>>>কোন অপশক্তিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারবেনা

যেকোন সত্য উদঘাটনে সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জননেত্রী শেখ হাসিনার কল্যাণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন। একটি ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়। এখানে সত্য মিথ্যা সবই থাকে। কিন্তু সত্যতার জন্য সাংবাদিকদের দিকে জাতি তাকিয়ে থাকে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। অন্য পেশার মানুষের পাশাপাশি করোনাকালে সাংবাদিকদের প্রণোদনা দিয়েছেন। এটি বাংলাদেশে বিরল ঘটনা। অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী।

গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে শামীম বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও গঠনমূলক সমালোচনা করবেন। সত্যকে তুলে ধরবেন। আমরা যদি কোনো ভুল করি তা দেখিয়ে দেবেন। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করবেন না। চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram