২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

চতুর্থ ধাপে ইউপি ভোট: আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২৮, ২০২১
10
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
চতুর্থ ধাপে ইউপি ভোট: আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০
ছবি- সংগৃহীত | ছবি : চতুর্থ ধাপে ইউপি ভোট: আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০

ডেস্ক রিপোর্টঃ গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদ্য শেষ হওয়া চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ প্রার্থী এবং ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসম্বের) ইসি’র জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানান।

আরও পড়ুন>>>মা ও বোনের কাছে ফিরলো পথভোলা ভারতের সম্ভু সরকার

তিনি বলেন, ‘ইসিতে ৭৯৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফলের তথ্য এসেছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ প্রার্থী জয় পেয়েছেন। যা মোট ইউপির ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০ ইউপিতে। যা মোট ইউপির ৪৮ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া, ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টির (জেপি) একজন জয় পেয়েছেন।

এর আগে, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৫২৫টিতে। অপর দিকে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৪৪৬টিতে। এছাড়া, জাতীয় পার্টি ১৭টিতে, ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তৃতীয় ধাপে ১০০৮টি ইউপিতে ভোটগ্রহণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram