১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

চাঁদের হাট যশোরের চিত্র প্রদর্শনী সমাপ্ত

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ২১, ২০২৪
13
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ দেশের বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে চাঁদের হাট যশোরের তিনদিনের (১৯-২১ এপ্রিল) চিত্র প্রদর্শনী রোববার শেষ হয়েছে। যশোর, ঢাকা, খুলনা, নড়াইল, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার ৩১ জন বরেণ্য শিল্পীর চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী চলে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

চাঁদের হাট যশোরের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংবাদিক মিলন রহমান।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদ হাসান বুলু, বরেণ্য চিত্রশিল্পী ঋষি গৌতম।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram