১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট হাসপাতা‌লে হঠাৎ আগুন,মহড়ায় ফায়ার সার্ভিস

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুন ১৩, ২০২২
14
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
জনি আহম্মেদ, চুয়াডাঙ্গ‌া প্রতি‌নি‌ধিঃ সারা দে‌শের ন‌্যায় চুয়াডাঙ্গাও অ‌গ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টেই চ‌লে‌ছে। এ‌তে ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছে মানুষ। ত‌বে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল জা‌নে খুব কম সংখ‌্যক জনগ‌ণ। ফ‌লে আ‌ক‌স্মিকভা‌বে আগুন লাগ‌লেও তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হ‌য়ে প‌ড়ে। এ‌তে ক্ষ‌তিগ্রস্তও হ‌তে হয় মানুষ‌কে। এল‌ক্ষ্যে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) বেলা ১১ টায় শহরের কেদারগঞ্জ বাজা‌রের নিকট ইম্প‌্যাক্ট ফাউ‌ন্ডেশন না‌মের এক‌টি বেসরকারি হাসপাতালে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় আকস্মিকভা‌বে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি নি‌য়ে ২৫ সদস্যের একটি দল শহ‌রে মহড়‌া দি‌য়ে ওই হাসপাতালের সামনে অবস্থান নেয়। সেসময় তারা ভবনধ্বস ও ভূমিকম্প হলে মানুষকে  কিভাবে উদ্ধার করতে হবে সেগু‌লো দেখান। সেসময় পথচারীরা ফায়ার সার্ভিসের এসব কর্মকাণ্ড দেখতে ভিড়ও জমায়।
পরে বহুতল এ হাসপাতাল ভবনে আগুন লাগলে তড়িৎ কিভাবে নেভ‌াতে হয় তার কলাকৌশল হাতে কলমে হাসপাতালের কর্মি ও উপস্থিত  জনসাধারণকেও দেখানো হয়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার আতিকুর রহমান ও স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃ‌ত্বে এ মহড়ার কার্যক্রম অনু‌ষ্ঠিত হয়।
সেসময় ইম্প্যাক্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. শফিউল কবির জিপুসহ স্হানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহড়‌া পরিচালনা সূ‌ত্র জানান, চুয়াডাঙ্গা এক‌টি মফস্বল শহর হওয়ায় ভবনগুলোতে অগ্নিপ্রতিরোধ নির্বাপন ব্যবস্থা তদারক করা সম্ভব হয়ন‌া। সেজন‌্য জনসাধারণের সচেতন করার  লক্ষ্যে ফায়ার সার্ভিস এ মহড়ার আয়োজন করেন। এছাড়াও প্রয়োজনীয় লোকবলের অভাব র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram