১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

চুয়াডাঙ্গায় মা‌ঙ্কিপক্সের অনুরুপ উপস্বর্গ পাওয়া গেছে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুন ১০, ২০২২
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
চুয়াডাঙ্গায় মা‌ঙ্কিপক্সের অনুরুপ উপস্বর্গ
| ছবি : চুয়াডাঙ্গায় মা‌ঙ্কিপক্সের অনুরুপ উপস্বর্গ

জ‌নি আহ‌মেদ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধিঃ চুয়াডাঙ্গার সদর হাসপাতালে হাতের তালু, আঙ্গুল ও শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোস্কাসহ মা‌ঙ্কিপক্সের অনুরুপ উপস্বর্গ নি‌য়ে চিকিৎসা নিতে আসে ষাট বছ‌রের এক বৃদ্ধা। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই নারীকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। উপসর্গ দেখে চিকেন পক্সের মতো মনে হলেও আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান জেলা সিভিল সার্জন।

শুক্রবার (১০ জুন) অসুস্থ ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করবে বিশ্বস্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল । এর আগে বৃস্হপ‌তিবার (৯ জুন) ওই নারী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বিষয়টি চিকিৎসকের নজরে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হোম আইসোলেশনে পাঠিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন>>>নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৩ যুবকের কারাদণ্ড

চিকিৎসা নিতে আসা অসুস্থ ওই বৃদ্ধার বাড়ি সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে।

কিভা‌বে এমন‌টি হ‌লো তা জিজ্ঞাসা কর‌লে ওই বৃদ্ধার ছেলে বলেন, গত মঙ্গলবার হঠাৎ করে আমার মায়ের হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফুসকু‌ড়ি উঠতে শুরু করে। পরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়। মায়ের শরীরের ফুসকু‌ড়িগুলো কোন এক ধরণের পক্সের উপসর্গ হতে পারে বলে জানান চিকিৎসক।

সরাস‌রি মা‌ঙ্কিপক্স বলা না গে‌লেও উপসর্গটা একই রকম। এমন আশঙ্কার কথা ছ‌ড়ি‌য়ে পড়ায় নতুন ক‌রে কিছুটা আতঙ্কের সৃ‌ষ্টি হ‌য়েছে চুয়াডাঙ্গা জেলার মানু‌ষের ম‌ধ্যে।
চুয়াডাঙ্গায় মা‌ঙ্কিপক্সের অনুরুপ উপস্বর্গ
সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধা হাসপাতালে আসেন। তার হাতের তালু, আঙ্গুল ও শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোস্কা রয়েছে। শরীরে জ্বরও ছিল। তার শরীরে মারবেলের মতো এক ধরনের পক্সের উপসর্গ থাকায় বিষয়টি সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ককে জানানো হয়। পরে তাদের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই নারীকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন সাজ্জাৎ হাসান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই বৃদ্ধার শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ আছে কিনা তা এখনই বলা যাবে না। কারণ ওই বৃদ্ধা কখনও বিদেশে ভ্রমণ করেননি। আপাতত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় মা‌ঙ্কিপক্সের অনুরুপ উপস্বর্গ
তিনি আরও বলেন,বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) তারা এসে ওই বৃদ্ধার শরীরের নমুনা সংগ্রহ করবে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পক্সের ধরন জানা যাবে। তবে উপসর্গ দেখে চিকেন পক্সের মতো মনে হচ্ছে। এটা নিয়ে জেলাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram