২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

জনগণের দুয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছি:স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
মার্চ ৭, ২০২৪
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জনগণের দুয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তিনি কাজ শুরু করেছেন। তিনি বিশ্বনাথের স্বাস্থ্য বিভাগের সমস্যা সমাধানের কথাও বলেন।

বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দিঘলী গ্রামে তার দাদা প্রয়াত হেমেন্দ্র দাশ পুরকায়স্থর (হেমবাবু) বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দুয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছি। বিশ্বনাথের স্বাস্থ্য বিভাগের যে সমস্যা, সেগুলো দ্রুত সমাধান করবো।

স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস হৃদয়ে ধারণের জন্য আহ্বান জানান। এও জানান, তার দাদার বাড়িতে কর্নেল এম এ জি ওসমানীসহ মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে। সেগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে জানতেও আহ্বান জানান সামন্ত।

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলমের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram