১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

জম্মু-কাশ্মীরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১, ২০২২
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
জম্মু-কাশ্মীরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু
ছবি- সংগৃহীত | ছবি : জম্মু-কাশ্মীরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ভারতের জম্মু-কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা। সেখানকার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা গেছেন ১২ জন। গুরুতর আহত অন্তত ১৩ জন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে।

শনিবার (১ জানুয়ারি) এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত পৌনে ৩টার দিকে কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে এ ঘটনা ঘটে।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ বলেন, ‘বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত পৌনে ৩টা নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।’

আরও পড়ুন>>>এটি রাতারাতি সমাধান হবে না, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে প্রতি বছর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় হয়। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য। তবে মন্দিরের ভেতরের পথটা বিস্তৃত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram