৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

জয়া আহসান হচ্ছেন 'ডিয়ার মা'

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ২৭, ২০২৪
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বিনোদন ডেস্ক : ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। সিনেমাটির পরিচালক ছিলেন অনিরূদ্ধ রায় চৌধুরী।

এই নির্মাতার আরেক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নাম ‘ডিয়ার মা’।

এই সিনেমার মাধ্যমে এক দশক পর বাংলা সিনেমার পরিচালনায় ফিরছেন অনিরূদ্ধ। হিন্দিতে ‘পিঙ্ক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’ বানানোর পর আবারও বাংলা সিনেমায় হাত দিয়েছেন গুণী এই নির্মাতা।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। সিনেমায় জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা শাশ্বত চট্টপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক জোরালো হয়। মেয়েকে বড় করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয়। সে পরিপূর্ণ হয়। সিনেমায় বাবা-মা ও সন্তানের সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায়। কিছু গল্প আছে, যেগুলো নিজের ভাষাতে বলতে ইচ্ছা করে, তেমনই এক সিনেমা “ডিয়ার মা”। হিন্দিতে সিনেমা করলেও বাংলা সব সময় আমার মনের কাছেই ছিল। ভবিষ্যতে হিন্দি-বাংলা দুই ভাষাতেও সিনেমা বানাব।

নতুন সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে উচ্ছ্বসিত জয়া নিজেও। সিনেমার বিস্তারিত প্রকাশ করছেন নিজের সামাজিকমাধ্যমে। লেখেন, ‘কড়ক সিং’র পর দ্বিতীয় দফায় সুযোগ দেওয়ার জন্য অনিরূদ্ধ রায় চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই। দ্রুতই শুরু হবে শুটিং।

মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে সিনেমার শুটিং। এর আগে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ওয়ার্কশপ করে নিচ্ছেন পরিচালক।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram