৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

জামিনে বেরিয়ে সাংবাদিককে পেটালেন মাদক কারবারী

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ১৫, ২০২৪
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ মাদক মামলায় জামিনে বেরিয়ে সংবাদ প্রকাশ করায় জেলার উজিরপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সাংবাদদাতা রবিউল ইসলামকে পিটিয়ে আহত করেছে মাদক কারবারী ফাহিম সরদার (২৪)। এসময় হামলাকারী ও তার সহযোগিরা সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে সাথে থাকা নগদ অর্থ লুটে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধামুরা টেম্পুস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত আভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক রবিউল ইসলাম জানান, শোলক ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ সরদারের ছেলে মাদক কারবারী ফাহিম সরদার ও তার তিন সহযোগিকে গত ২৪ মার্চ জেলা ডিবি পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের উজিরপুর মডেল থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের ছবিসহ তিনি সংবাদ প্রকাশ করেন। অতিসম্প্রতি ওই মামলায় মাদক কারবারীরা জামিনে বেরিয়ে রবিউলকে খোঁজতে থাকেন। ১৪ এপ্রিল রাতে সাংবাদিক রবিউল তার বাড়ি দত্তেস্বর গ্রামে যাওয়ার পথিমধ্যে মাদক কারবারীর ফাহিম সরদার ও তার সহযোগিরা সাংবাদিক রবিউলের পথরোধ করে মারধর করে। এসময় রবিউলের পকেটে থাকা নগদ টাকা লুট করে ও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আজ সোমবার দুপুরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর আহম্মেদ বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের হামলার ঘটনায় ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ। সোমবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এক বিবৃতিতে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram