১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

শ্রমিকরা কর্মস্থ‌লে ফির‌ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
আগস্ট ১, ২০২১
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
| ছবি : ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাই‌ল মহাসড়‌কে যানবাহনের চাপ বেড়েছে। শ্রমিকদের কর্মস্থ‌লে ফির‌তে গণপ‌রিবহন চালু হওয়ায় শ‌নিবার (৩১ জুলাই) রাত থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২০ কি‌লো‌মিটার তীব্র যানজ‌টের কারনে থে‌মে থে‌মে প‌রিবহন চলাচল কর‌ছে।

আরও পড়ুন>>>নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ

আজ রোববার (১ আগস্ট)সকাল থে‌কে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এ‌লেঙ্গা, পুং‌লি, রাবনা বাইপাস এলাকায় থে‌মে থেমে প‌রিবহন চলাচল কর‌তে দেখা গে‌ছে।

শ্রমিকরা কর্মস্থ‌লে ফির‌ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
জানা গে‌ছে, চলমান লকডাউনে গার্মেন্টস ও কলকারখানার শ্রমিক‌দের কর্মস্থ‌লে পৌঁছার জন্য গণপ‌রিবহন ও লঞ্চ রোববার দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেওয়া হয়। এ‌তে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

ফ‌লে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়‌কের টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিমি এলাকায় তীব্র যানজ‌টের কারনে থে‌মে থে‌মে প‌রিবহন চলাচল কর‌ছে‌। ফ‌লে চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।

এ‌দি‌কে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কের বি‌ভিন্ন স্থানে কর্মস্থ‌লে ফেরা মানুষ‌দের উপ‌চে পড়া ভিড় দেখা গে‌ছে।

আরও পড়ুন>>>মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

শ্রমিকরা কর্মস্থ‌লে ফির‌ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
সরকারের ঘোষণা অনুযায়ী, গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও পর্যাপ্ত পরিমাণে গণপরিবহন না থাকায় কর্মজীবী মানুষ খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। এতেকরে  স্বাভা‌বি‌কের চে‌য়ে কয়েকগুণ ‌বে‌শি টাকা গুন‌তে হচ্ছে অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়‌তে হচ্ছে এসব কর্মজীবী মানুষের।

ঢাকামুখী শ্রমিকরা জানান, স্বল্প সম‌য়ের জন্য গণপরিবহন চালু করায় কর্মস্থ‌লে ফেরা মানুষ স্বাস্থ্যবি‌ধি উ‌পেক্ষা ক‌রে গাদাগা‌দি ক‌রে ফিরছেন। এ‌তে বাড়‌তি ভাড়া দি‌য়ে গন্ত‌ব্যে যে‌তে হ‌চ্ছে তাদের। তবে চাকরি বাঁচাতে বাধ্য হয়েই এভাবে কর্মস্থলে যাচ্ছেন।

আরও পড়ুনঃ
পিরোজপুরের কাউখালীতে রাস্তা আটকিয়ে গোয়লঘর নির্মাণ॥
রাজশাহীতে কলেজের চুরি যাওয়া কম্পিউটার সামগ্রী উদ্ধার ৪ জন গ্রেফতার
বাগআঁচড়ায় এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগঃ স্বামী পলাতক
পিরোজপুর নেছারাবাদে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ১০দিনে বিজিবির হাতে ৫৫জন আটক
যশোরে এক প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের অন্তরঙ্গের ভিডিও ধারণ
চৌগাছায় অবৈধভাবে বিক্রির আগে ওএমএসের ৫ বস্তা চাল আটক
নওগাঁয় মোবাইল চুরির অপবাদে হাত-পা বেঁধে শিশু নির্যাতন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram