১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

তালেবান প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১৫, ২০২১
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
তালেবান প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি- সংগৃহীত | ছবি : তালেবান প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু বৃহস্পতিবার আফগানিস্তান থেকে তালেবানদের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেছেন। তালেবান প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কের

আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের পর তুরস্কের সঙ্গে তালেবানদের এটিই প্রথম বৈঠক। খবর আন্দালু এজেন্সি’র।

আরও পড়ুন>>>দুই সন্তানের হত্যার পর মায়ের আত্মহত্যা

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে সাক্ষাতের পরে আন্দালু এজেন্সিকে সাভাসগলু বলেন, ‘আমরা তালেবান প্রশাসনকে পরামর্শ দিয়েছি।

আমরা বলেছি,পুনরায় তাদের দেশের একতার জন্য তাদের অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নেয়া উচিত। আমরা প্রশাসনে তালেবান ছাড়াও অন্য জাতিগত গোষ্ঠীর লোকদের অন্তর্ভুক্ত করার গুরুত্বের কথা বলেছি।

আরও পড়ুন>>>কারিগরি ত্রুটি’র কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

তিনি আরো বলেন, তুরস্ক মেয়েদের শিক্ষা এবং মহিলাদের কর্মসংস্থানের পরামর্শ দিয়েছে। ‘বলেছি এটি কেবল পশ্চিমা দেশগুলোর দাবি নয়, এটি ইমলামিক বিশ্বেরও পরামর্শ।

সাভাসগলু বলেন, কাবুল থেকে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করার নিরাপত্তা বিষয়ে দেশ হিসেবে তুরস্ক এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার প্রত্যাশার কথাও জানিয়েছেন।

আরও পড়ুন>>>ফেনীতে সড়কে ঝরল ২ প্রাণ

এদিকে তালেবান প্রতিনিধিদল তুরস্ককে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে তাদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

তুরস্কের মন্ত্রী বলেন, প্রতিনিধিদলটি তুরস্কের রেড ক্রিসেন্ট, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তপক্ষ এবং ধর্ম বিষয়ক অধিদপ্তরের কতৃপক্ষের সাথে সাক্ষাৎ করবে। তালেবান প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কের

মন্ত্রী বলেন, তালেবান কর্মকর্তারা তুরস্ক থেকে দেশে ফিরে আসতে চান এমন আফগান শরণার্থীদের সমর্থন দেয়ার অঙ্গীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram