৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে সাংবাদিকদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ৫, ২০২১
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
দায়িত্ব পালনে সাংবাদিকদের নিষেধাজ্ঞা
ফইল ফটো | ছবি : দায়িত্ব পালনে সাংবাদিকদের নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি যশোরঃ যশোর সদর হাসপাতালে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। বিধিনিষেধ আরোপে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সাংবাদিকদের মাঝে।

আরও পড়ুন>>>নৈশ কোচে ডাকাতি মামলায় ১১ আসামীর চার্জশীট দাখিল

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, জুম মিটিংয়ের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, হাসপাতালে সাংবাদিকদের অবাধ বিচরণ সীমিতকরণ। হাসপাতাল চত্বরে ছবি তোলা, ভিডিও করা এবং সাক্ষাৎকার প্রদানের ক্ষেত্রে বাধ্যবাধকতা।

আরও পড়ুন>>>যশোরে সবজি নিয়ে কর্মহীনদের বাড়িতে উপজেলা চেয়ারম্যান বিপুল

এদিকে কর্তৃপক্ষের বিধিনিষেধ আরোপের পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মরত সাংবাদিকদের মাঝে।

আরও পড়ুন>>>উজিরপুরে নারী আসামীকে যৌন নির্যাতেন ওসি ও তদন্ত ইন্সপেক্টর ক্লোজড

এ ব্যাপারে আলাপকালে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল জানান, বিষয়টি যেহেতু স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা আমরা ঢাকার নেতৃবৃন্দের সাথে কথা বলবো। এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন>>>ঝালকাঠির নলছিটিতে অবৈধ বালু উত্তোলনে ৮০ হাজার টাকা অর্থদন্ড

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, স্বাস্থ্যমন্ত্রী যদি এমন সিদ্ধান্ত দিয়ে থাকেন তবে এটি সঠিক হয়নি। কেননা, সাংবাদিকরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। তারা প্রকৃত চিত্র তুলে এনে দেশবাসীকে জানাচ্ছেন।

আরও পড়ুন>>>সাতক্ষীরায় লকডাউন সফল করতে পুলিশের মহড়া

করোনা মহামারীকালে এটিও একটি বড় ধরণের সচেনতনা সৃষ্টির কাজ করছে। কেননা মানুষ জানতে না পারলে সে অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। যদি এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে তা গণমাধ্যম পরিপন্থী। এটি কখনোই সুফল বয়ে আনবে না। তিনি এ সিদ্ধান্ত পুর্ণবিবেচনার আহবান জানান।

আরও পড়ুন>>>দেড়কেজি গাঁজাসহ নাটোরে এক ব্যবসায়ী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram