২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

দেশে করোনায় ফের বেড়েছে মৃত্যু, শনাক্ত ১৯৮৭

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২০, ২০২২
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
দেশে করোনায় ফের বেড়েছে মৃত্যু, শনাক্ত ১৯৮৭
ছবি- সংগৃহীত | ছবি : দেশে করোনায় ফের বেড়েছে মৃত্যু, শনাক্ত ১৯৮৭

ডেস্ক রিপোর্টঃ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন হলো।

আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

আরও পড়ুন>>>নরসিংদীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ,মুক্তিপণ না দেয়ায় হত্যা

২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৪, রংপুরে ২, বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন।

এর আগের দিন শনিবার করোনায় ১৩ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ২ হাজার ১৫০ জনের। আর শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram