২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ধর্মের নামে অপরাজনীতি করছে স্বাধীনতাবিরোধীরা: জাহিদ মালেক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২৯, ২০২১
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ধর্মের নামে অপরাজনীতি করছে স্বাধীনতাবিরোধীরা
ছবি- সংগৃহীত | ছবি : ধর্মের নামে অপরাজনীতি করছে স্বাধীনতাবিরোধীরা

ডেস্ক রিপোর্টঃ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, তারাই ধর্মের নামে দেশে অপরাজনীতি করছে। তারাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ওই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (২৯ অক্টাবর) মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে সদর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তার প্রমাণ দেশের উন্নয়ন কিভাবে হচ্ছে তা আপনারা স্বচক্ষে দেখছেন। দেশের উন্নয়ন অব্যাহত থাকার পাশাপাশি, শান্তি শৃঙ্খলা ভালো রয়েছে। দেশের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা যারা চায় না, তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না।

আরও পড়ুন>>>পটুয়াখালী বরশিতে মাছ ধরেই চলে ৩৪ পরিবারের জীবন-জীবিকা

দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দুর্গা পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে ষড়যন্ত্রকারীরা। মন্ত্রী আরো বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগ অনেক সুসংগঠিত দল। আগামী ইউপি নির্বাচন শুধু নয়, যতগুলো নির্বাচন হবে সবগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করবেন।

আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে দলের কাছে একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই যোগ্য, দল আপনাকে মনোনয়ন দিয়েছে বলে ভাববেন না আপনি জয় লাভ করেছেন।

যারা মনোনয়ন পায়নি তাদের পাশে নিয়ে ও প্রতিটি কর্মীকে সম্মান দিয়ে ভোটারদের মন জয় করতে পারলেই আপনি জয় লাভ করতে পারবেন। সেইসঙ্গে কোনো দলীয় নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলে কঠোর হুঁশিয়ারি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram