২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে এক নারীকে রাস্তায় ফেলে বেধরক মারপিট

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ২২, ২০২৩
34
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নড়াইলে এক নারীকে রাস্তায় ফেলে
| ছবি : নড়াইলে এক নারীকে রাস্তায় ফেলে

রিপন বিশ্বাস (জেলা প্রতিনিধি)নড়াইলঃ নড়াইলের নড়াগাতী থানার শুঁড়িগাতী গ্রামের বিধান চন্দ্র দাস ও তার স্ত্রী মিতালী বিশ্বাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারপিঠ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ জানুয়ারী) ভুক্তভোগী ওই নারী নড়াগাতী থানায় মারপিট ও তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে আসামি করে নড়াগাতী থানায় একটি এজাহার দায়ের করেছেন।

আরও পড়ুন>>>ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনের বয়ান চলছে

এলাকা বাসী ও এজহার সূত্রে জানা যায়, শুঁড়িগাতী গ্রামের মৃত জিতেন্দ্রনাথ দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস ও বিকাশ৷ চন্দ্র দাস তার ভাই বিধান চন্দ্র দাস এর বসতি ঘরের সামনে দেওয়াল তুলা নিয়ে বিরোধে লিপ্ত হয়। পরে বিধান চন্দ্র দাস বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তার উপর উঠলে পূর্ব পরিকল্পিত ভাবে বিপ্লব চন্দ্র দাস ও বিকাশ চন্দ্র দাস বিমল চন্দ্র দাসকে এলোপাতাড়ি মারপিট করে চিৎকার শুনে স্ত্রী মিতালী বিশ্বাস ঠেকাতে আসলে আসামিরা মিতালি বিশ্বাসকেও এলোপাথাড়ি কিলগুশি ও কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা ঘটনা স্থল থেকে ওই নারীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনার বিষয় অভিযুক্ত বিপ্লব দাস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঐ দিন আমার স্ত্রীর সাথে বাড়ির মাঝে দেওয়াল তোলা নিয়ে মিতালী বিশ্বাসের কথা কাটাকাটি হয় এর পরে আমরা বাজার থেকে বাড়ি যাওয়ার পরে এ মারামারির ঘটনা ঘটে।

এ বিষয় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram