৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে ঘৌড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ১৯, ২০২৪
5
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ নড়াইলে ঘৌড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ মেলা উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগী কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
প্রচণ্ড গরম উপেক্ষা করে লোকজ সংস্কৃতিরঅ ন্যতম এই ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা দেখতে নড়াইলসহ আশেপাশের জেলা থেকেও নানাবয়সী হাজারো মানুষ জড়ো হয়।

এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোরের ঝিকরগাছার বজলুর রহমানের ঘোড়া ব্লাকডন, ২য় নড়াইল সদরের রতডাঙ্গার আহসানের ঘোড়া এবং যশোর অভয়নগরের হিদিয়ার সবুজ মোল্যার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীরস ভাপতিত্বে এসএম সুলতানফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলাক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, ক্রীড়া সংস্থার কর্মকর্তা দীলিপ কুমার রায়, সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ জেলা ক্রড়ী সংস্থার কর্মকর্তা, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপি (১৫-২৯ এপ্রিল) সুলতান মেলা-২০২৩। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন নড়াইলের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram