২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে দুই ইউপি নির্বাচনে জারজিদ ও সাইফুজ্জামান চেয়ারম্যান

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ২, ২০২২
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নড়াইলে দুই ইউপি নির্বাচনে
| ছবি : নড়াইলে দুই ইউপি নির্বাচনে

রিপন বিশ্বাস,নড়াইলঃ নড়াইলের কালিয়ায় দুই ইউপি নির্বাচনে ১১নং পেড়লী ইউনিয়নে জারজিদ মোল্যা (ঘোড়া) প্রতীক এবং ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নে এস এম সাইফুজ্জামান(চশমা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১ নং পেড়লী ইউপিতে ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৭৫। এই ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জারজিদ মোল্যা ঘাড়া প্রতীকে ৩ হাজার ৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল ইসলাম বাবু চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৪৯ ভোট।

অপরদিকে, ১৪ নং পাঁচগ্রাম ইউপিতে ভোটার সংখ্যা ৬ হাজার ৫৫৪ জন। এই ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

কালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সাইফুজ্জামান চশমা প্রতীক নিয়ে ১ হাজার ৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের বাদশা মোল্যা পেয়েছেন ১ হাজার ২৯২ ভোট।

উলেখ্য, উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হলেও কয়েকটি ইভিএম মেশিনে ভোটারদের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেনি কিছু ভোটার। এ নিয়ে তারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে অনেক ভোটার আবার ইভিএম মেশিন ভোট দিতে পেরে খুশি ও উচ্চাস প্রকাশ করেন। তবে এবার প্রথম বারের মতো ইভিএম মেশিন ভোট হওয়ায় কিছু ভোটার তাদের ভোট দিতে পারেনি।

বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তরা জানিয়েছেন, অন্তত ২০ ভাগ ভোটারের আঙ্গুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram