৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নিউজিল্যান্ডের আচরণ ক্ষমার অযোগ্য: শহীদ আফ্রিদি

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৬, ২০২১
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ক্রীয়া ডেস্কঃ দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে এসে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই পুরো সিরিজ বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের আচরণ ক্ষমার অযোগ্য
তাদের দেখাদেখি সিরিজ বাতিল করেছে ইংল্যান্ডও। যার ফলে আবারও পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই কিউইদের এমন আচরণ ক্ষমার অযোগ্য বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কোনোরকম আলোচনা না করে এভাবে একতরফাভাবে নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করা ঠিক হয়নি বলে মনে করেন সাবেক এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন>>>যুক্তরাজ্য সাড়ে ১০ হাজার শ্রমিক ভিসা দেবে

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের এমন আচরণের তীব্র সমালোচনা করে পাকিস্তানের তারকা এই ক্রিকেটার বলেন,

“আমরা সবাই জানি যে, ট্যুরের ব্যবস্থা করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে যাচাই -বাছাই করা হয়। সফরকারী দেশের নিরাপত্তা সদস্যদের দ্বারা যথাযথ তদন্ত পরিচালিত হয়।

আরও পড়ুন>>>কাল থেকে ফের গণটিকা কর্মসূচি শুরু

সকল বিষয় সংজ্ঞায়িত করা হয় এবং যখন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তখনই দলগুলিকে দেশটিতে সফরের জন্য সবুজ সংকেত দেওয়া হয়।”

আফ্রিদি আরও যোগ করেন, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাকিস্তান ভালোবাসে এবং তাদের জন্য এরকম কিছু করা ক্ষমার অযোগ্য।

আরও পড়ুন>>>রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলায় মিনুসহ তিন বিএনপি নেতার জামিন

যদি কোনো সম্ভাব্য হুমকি থাকে, তাহলে তাদের পিসিবিকে তা জানানো উচিত ছিল এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মূল্যায়নের জন্য অপেক্ষা করতে হতো।

আফ্রিদি আরও বলেছেন ভুয়া হুমকি ভারত থেকে এসেছে এবং এটি পাকিস্তানকে বদনাম করার চক্রান্ত। তাই বিশ্বের ক্রিকেট খেলুড়ে শিক্ষিত দেশগুলোকে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থেকে নিজেদের দূরে রাখার পরামর্শ এই অলরাউন্ডারের।
নিউজিল্যান্ডের আচরণ ক্ষমার অযোগ্য
জানান, যদি আমরা বড় ছবির দিকে তাকাই তাহলে অবশ্যই, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই এজেন্ডার পিছনে কে আছে। এই ভুয়া ইমেলগুলিকে খুব বেশি মনোযোগ দেওয়া উচিৎ নয় এবং

শিক্ষিত দেশগুলিকে অবশ্যই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং বিচ্ছিন্নভাবে তাদের সিদ্ধান্ত নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram