২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

পরিস্থিতি ভালো তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১২, ২০২২
6
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
পরিস্থিতি ভালো তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি- সংগৃহীত | ছবি : পরিস্থিতি ভালো তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে করোনার পরিস্থিতি অনেক ভালো। আগামী একুশে ফেব্রুয়ারির পর দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ গড়পাড়া শুভ্র সেন্টারে স্থানীয় চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে এক ঘরোয়া আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। আমরা আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। এ পর্যন্ত প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মাদ্রাসার আরো ৪০ লক্ষ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।’ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কোন শিক্ষার্থী সংক্রমিত হলে তাৎক্ষণিক-ভাবে তা সমাধানের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন>>>স্বাধীনকন্ঠে সংবাদের পর নতুন রিক্সা পেল ভবানীগঞ্জের ইয়াছিন

তিনি আরো বলেন, ‘আক্রান্তের হার কমলেও মৃত্যুর হার এখনো কমেনি। তাই সবাইকে এখনও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে এ পর্যন্ত প্রায় ৮৬ ভাগ জনগণকে টিকার আওতায় আনা হয়েছে।’

এসময় ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডঃ আরশাদ উল্লাহ, সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram