২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা হওয়া জবি শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ১৮, ২০২১
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা হওয়া জবি শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত
প্রতিকী ছবি | ছবি : পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা হওয়া জবি শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত

জবি প্রতিনিধিঃ ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাবরিনা আক্তার মিতু। বিশ্ববিদ্যালয়ের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ঢাকায় আসার পথেই দুর্ঘটনার শিকার হোন তিনি।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পৌর এলাকার অন্তর্গত রামপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

তিনি জানান, নোয়াখালীর সোনাইমুড়িতে রাস্তা পার হওয়ার সময় ওই শিক্ষার্থী (সাবরিনা আক্তার) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা মর্মাহত। এ ধরনের মৃত্যু কাম্য নয়। তার কিছু সহপাঠী তাকে দেখতে যাবে এইজন্য প্রশাসন পরিবহনের ব্যবস্থা করছে। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি, থানায় কথা বলেছি। মৃতদেহ যেন পোস্টমর্টেম না করা হয়, সে বিষয়ে কথা বলছি। পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা

আরও পড়ুন>>>ভাসানচরে আবারো পৌঁছল ৮ম ধাপে ৫৫২ রোহিঙ্গা

এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে, তিনি ঘটনাস্থলেই মারা যান। আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নিবে।

ঘটনাস্থল পরিদর্শনকারী সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২টায় সোনাইমুড়ী পৌরসভার রামপুর নামের স্থানে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবরিনা। এ সময় তিনি সড়ক অতিক্রম করে রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। তখন কুমিল্লার দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তীতে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram