২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

পাইকগাছা পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৩, ২০২১
4
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
পাইকগাছা পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল
| ছবি : পাইকগাছা পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনে মনোনয়ন দাখিলকারী ৪৯ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই কালে ঋণ খেলাপি ও অন্যান্য ত্রুটির কারণে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বজলুর রহমান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুরাম মন্ডল ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এসএম সেলিম রেজার মনোনয়ন বাতিল করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে মেয়র সেলিম জাহাঙ্গীর সহ অন্যান্য প্রার্থী ও তাদের প্রস্তাবক ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রচার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। হ্যান্ডসিক করা থেকে বিরত থাকতে হবে। মটর সাইকেল মহড়ার মত কোন আচারণবিধি লঙ্ঘন করা যাবে না। একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে সহিষ্ণ অবস্থানে থাকতে হবে। দুই দিনের মধ্যে সব ধরণের বিলবোড, ব্যানার, ফেস্টুন ও পোষ্টার অপসরণ করতে হবে। ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করা যাবে না। প্রতীক বরাদ্দের পর প্রচার প্রচারণা শুরু করতে হবে। আচরণবিধি লঙ্ঘন কিংবা ভুল তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ৩০ জানুয়ারির নির্বাচনে মেয়র পদে ৩, সাধারণ কাউন্সিলর ৩৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থী মনোনয়ন দাখিল করে। আগামী ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের দিন ধার্য্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram