১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

প্রতিষ্ঠানিক ডেলিভারী যত বাড়বে মাতৃমৃত্যুর হার ততই কমবে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ২৬, ২০২২
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
প্রতিষ্ঠানিক ডেলিভারী যত বাড়বে
| ছবি : প্রতিষ্ঠানিক ডেলিভারী যত বাড়বে

এ রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ প্রাতিষ্ঠানিক ডেলিভারীর হার বাড়াতে সকল পর্যায়ের সচেতন নাগরিকদের ভূমিকা পালন করতে হবে। দক্ষ জনশক্তিই প্রতিষ্ঠানে নরমাল ডেলিভারী করিয়ে থাকেন। তাদের মাধ্যমে ডেলিভারী হলে মাতৃমৃত্যুর ঝুকি একেবারেই কম।

প্রাতিষ্ঠানিক ডেলিভারীতে যত বেশী সংখ্যক মাতৃত্বকালীন রোগীরা সেবা নিবেন, মাতৃমৃত্যুর হার ততই কমবে।

২০২২সালে এসে মাতৃমৃত্যুর হার ১৫% রয়েছে। আগামী ৩০সালের মাতৃমৃত্যুর হার ৭% এর কমে নামিয়ে আনা হবে। সবার প্রচেষ্টায় সরকারের এ উদ্যোগকে বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতাকালে জেলা প্রশাসক মো. জোহর আলী এসব কথা বলেন।

আরও পড়ুন>>>বরিশালে আওয়ামী লীগ নেতার ধান লুট

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শহরের টিএন্ডটি রোডস একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক এমডি আব্দুস সালাম।
প্রতিষ্ঠানিক ডেলিভারী যত বাড়বে
বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতাল তত্বাবধায়ক ডা. জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
প্রতিষ্ঠানিক ডেলিভারী যত বাড়বে
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মইন তালুকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. অসীম কুমার সাহা, বিএমএ সভাপতি ডা. নওশের আলী, বিষয়ভিত্তিক ধারণাপত্র উপস্থাপনা করেন এসসিএইচ উপপরিচালক ও মাতৃ স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গির আলম প্রধান, স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. জোয়াহের আলী, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিল্পী হালদার। এসময় মাতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram