ভারতের হাসনাবাদে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা কালীগঞ্জের বসন্তপুর সীমান্তের ওপারে ভারতের হিঙ্গলগঞ্জে আবদুর রাজ্জাক (১৯) নামে বাংলাদেশি এক তরুণ বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত দুটার দিকে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হিঙ্গলগঞ্জে এ ঘটনা ঘটে।
বিএসএফের গুলিতে নিহত আবদুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।
আরও পড়ুন>>>নড়াইলের সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে অপপ্রচার!!
কালীগঞ্জের ভাড়াশিমলার ইউপি মেম্বর আবদুল খালেক খান বলেন, স্থানীয়ভাবে তিনি জানতে পারেছেন রোববার রাত দুটার দিকে কালীগঞ্জের বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তে কয়েকটি গুলির শব্দ হয়। সীমান্তের ইছামতী নদীর ওপারে ভারতের হিঙ্গলগঞ্জে গুলির ঘটনা ঘটে। সেখানে বিএসএফ ক্যাম্পের উত্তর পাশে বাংলাদেশি তরুণ রাজ্জাক বিএসএফের গুলিতে নিহত হন। রাজ্জাকের লাশ বিএসএফ নিয়ে গেছে।
রাজ্জাকের চাচা হাবিবুর রহমান জানান, রাজ্জাকের লাশ বসিরহাট বদরতলা হাসপাতালে রাখা রয়েছে। তাঁর লাশ ফেরত নিয়ে আসার জন্য তিনি বিজিবির কাছে লিখিত আবেদন করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজ্জাক দীর্ঘদিন চোরাচালানির কাজে নিয়োজিত ছিলেন। তিনি নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল নিয়ে আসতেন।
আরও পড়ুন>>>মোল্লাহাটে ভূমি দস্যুর আতঙ্কে রাত কাটে রেখা রানী বিশ্বাসের
বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিলুর রহমান জানান, রাজ্জাকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। তাঁদের লিখিত আবেদন পাওয়ার পর ভারতের হিঙ্গলগঞ্জ বিএসএফের কাছে চিঠি পাঠানো হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে অফিশিয়ালি তাঁকে কিছু জানানো হয়নি।