৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বেনাপোলে কোটি টাকা রাজস্বের বিপরীতে সেবার মান অতি নগণ্য

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ২৩, ২০২৪
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বেনাপোল প্রতিনিধিঃ কোটি টাকা রাজস্ব পান। কিন্তু বেনাপোলবাসি কি পান? এখানে নেই ভালোমানের চিকিৎসা সেবা, নেই ভালোমানের হসপিটাল, যানজট নিরাষণে নেই উন্নত ট্রাফিক ব্যবস্থা। সুবিধাবঞ্চিত বেনাপোলবাসিদের সুবিধা গুলোর প্রতিও সরকার ও স্থানীয় সরকারী প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন। একটি পণ্যবাহী ট্রাকের যদি ৪ থেকে ৫ ঘন্টা অলস সময় কেটে যায় তখন দিন শেষে এর মূল্য দিতে হবে ভোক্তাদের। কারণ এতে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে। তাই এ বন্দরের সমস্যাগুলো সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। নইলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে যাবে। এমনটি দাবি করছেন পেনাপোলের একাধিক বাসিন্দা।

এ বিষয়ে বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দীন বলেন, আমরা জন্মকাল থেকেই এই ট্রাফিক জ্যামে ভুগছি। কিন্তু আজো এর সমাধান হয়নি। আমরা এলাকাবাসি এর ভুক্তভোগী।এছাড়াও বড় আঁচড়া এমপি মার্কেটের সামনেও সব সময় যানজট লেগে থাকে। আর এই যানজট নিরাষণে আমি ও আমার পৌরসভা বেশ কিছু
পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে ইজিবাইকগুলো একটা পর্যায়ে নিয়ে এসেছি। মহাসড়কে যানজট মুক্ত রাখতে ও সাধারণ মানুষের যানজট কষ্ট দুর করতে বাসগুলো বাস টার্মিনালে ও ট্রাকগুলো ট্রাক টার্মিনালে নেওয়ার চেষ্টা করছি। গত ৪ দিন আগের টার্মিনাল আর বর্তমানের টার্মিনালের মধ্যে অনেক ভিন্নতা। টার্মিনাল পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে, পরিবহন ও ট্রাকগুলো পরিস্কার করানোর জন্য সার্ভিসিং সেন্টার করা হয়েছে। টার্মিনাল পরিপূর্ণ করতে যা যা পদক্ষেপ গ্রহণ কারার বেনাপোল পৌরসভা তা গ্রহণ করেছে। ইতিমধ্যে বেশ কিছু পরিবহন টার্মিনালে কাউন্টার অফিস নিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে সেগুলো চালু করবো। এরপর ফুটপাতটাও দখলমুক্ত করা হবে বলেও তিনি জানান।

এদিকে নিরাপদ সড়কে স্বস্তি ফিরে আসুক বেনাপোলে, এমনটাই জোরালো দাবী সচেতন পৌর নাগরিকদের।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram