২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

বেনাপোলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে গড়ে উঠেছে আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১৫, ২০২০
7
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

এস এম মারুফ,(যশোর)বেনাপোল
সুযোগ পেলে মানুষ হব, মাদক একেবারে নয়, খেলাধুলায় মিলবে জয়' এ স্লোগানে যশোরের বেনাপোল সীমান্তে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে গড়ে উঠেছে আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখন তারা নিজেকে পরিবর্তন ও বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছে। ইতোমধ্যে এসব কিশোরদের একজন অনূর্ধ্ব ১৫তে এশিয়ার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে।
জানা যায়, ঢাকা বা তার আশপাশ এলাকার কিশোরেরা যখন সুবিধাবঞ্চিত হয়ে মাদকসেবন, পাচার, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে কিশোর গ্যাং হিসেবে তাদের পরিচিতি হয়েছে। ঠিক তখন যশোরের বেনাপোল সীমান্তের এমন সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা নিজেকে পরিবর্তন আর বড় হওয়ার স্বপ্নে ফুটবল অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। ৫ বছর আগেও সীমান্তের এসব কিশোরদের অনেকের অবস্থা অনেকটা ঢাকার কিশোর গ্যাংয়ের মতো ধারণ করছিল। ঠিক এমনি সময় আলহাজ নূর ইসলাম ফুটবল একাডেমি তাদের এপথ থেকে ফেরাতে এগিয়ে আসে। এ একাডেমির মেহেদী হাসান নামে একজন ২০১৮তে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫, ভারত, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপের মধ্যে সাব ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে। আবার কেউ খেলছে ঢাকা আবাহনীতে। এতে সীমান্তবাসী নিজেদের গর্বিত মনে করছেন। মনে করছেন খেলাধুলায় এসব কিশোররা যেমন বিপথগামী পথ থেকে বাঁচবে ঠিক তেমনি একদিন নিজেদের ভাগ্যও পরিবর্তন করবে। তবে ক্লাবটিতে দেখা গেছে অর্থনৈতিক সংকট। সহযোগিতা পেলে এসব কিশোররা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন একাডেমির সংশ্লিষ্টরা।
কিশোররা জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও সংসারে অভাব-অনটনের কারণে পড়ালেখা, খেলাধুলা কোনোটাই হতো না। ভবঘুরের মতো জীবন কাটছিল। নূর ইসলাম ফুটবল একাডেমির মাধ্যমে খেলার সুযোগ পেয়ে এখন তারা বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে।
এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা কবি আলতাফ চৌধুরী জানান, বেনাপোল সীমান্ত এলাকা মাদকের ছড়াছড়িতে ছিন্নমূল এসব শিশু-কিশোরেরা নষ্টের পথে যাচ্ছিল। তাদেরকে মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি করেছে একাডেমি। দেশের সব স্থানে এমন খেলাধুলার আয়োজন কিশোরদের নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারে।

নুর ইসলাম একাডেমির কোচ সাব্বির আহম্মেদ পলাশ জানান, বিপথগামী থেকে ফিরিয়ে অনা হয়েছে এসব ছিন্নমূল শিশু-কিশোরদের। এদের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। সব ধরনের সুযোগ, সুবিধা পেলে এখানকার সবার বড় হওয়ার স্বপ্ন পূরণ হবে।
নুর ইসলাম একাডেমির প্রতিষ্ঠাতা পৌর মেয়র আশরাফুল আলম লিটন জানান, এ সীমান্তে হাত বাড়ালে মাদকের দেখা মেলে। 'মাদক একেবারে নয়-খেলা ধুলায় মিলবে জয়' এ স্লোগানে আজ এগিয়ে যাচ্ছে সুবিধাবঞ্চিত এসব শিশু-কিশোরেরা। অনূর্ধ্ব ১৫তে এশিয়ার একজন সেরা গোলকিপার হয়ে এরা দেশের গৌরব এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram