৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বোঝাপড়ার অভাবে শেষ পর্যন্ত ক্লাব ব্রুগের সঙ্গে ১-১ গোলে ড্র

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ১৬, ২০২১
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বোঝাপড়ার অভাবে শেষ পর্যন্ত
ছবি-সংগৃহীত | ছবি : বোঝাপড়ার অভাবে শেষ পর্যন্ত

খেলাধুলা ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ ত্রয়ী ‘এমএনএম’ এর বোঝাপড়ার অভাবে শেষ পর্যন্ত ক্লাব ব্রুগের সঙ্গে ১-১ গোলে ড্র করলো পিএসজি

লিগে এক ম্যাচ আর আজ চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়-পিএসজিতে যাওয়ার পর এই হলো লিওনেল মেসির মাঠে নামার বয়স। এত অল্প সময়ে আক্রমণভাগে বাকিদের সঙ্গে মানিয়ে নেওয়া একটু কঠিনই। বাস্তবেও তাই হলো৷

আরও পড়ুন>>>প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ,১৩ বস্তা বই জব্দ

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে নিজের ছায়া হয়ে থাকলেন মেসি। নেইমার ও কিলিয়ান এমবাপেও যেন খুঁজে ফিরলেন নিজেদের।
বোঝাপড়ার অভাবে শেষ পর্যন্ত ক্লাব ব্রুগের সঙ্গে
আন্দের এররেরার গোলে অবশ্য ঠিকই এগিযে যায় তারা, কিন্তু নিজেদের মাঠে উজ্জীবিত ফুটবল খেলা ব্রুজের বিপক্ষে পেরে ওঠেনি মাওরিসিও পচেত্তিনোর দল।

আরও পড়ুন>>>সাতক্ষীরায় জাতীয় পার্টির সভাপতিকে গুলি করে হত্যার হুমকি

দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। এররেরা পিএসজিকে এগিয়ে নেওয়ার পর ব্রুজকে সমতায় ফেরান হান্স ফানাকেন।
বোঝাপড়ার অভাবে শেষ পর্যন্ত ক্লাব ব্রুগের সঙ্গে
সময়ের সেরা ফরোয়ার্ডদের তিন জনকে নিয়ে সাজানো পিএসজির আক্রমণভাগ প্রথমার্ধে উপহার দিতে পারেনি আগ্রাসী ফুটবল। প্রতিপক্ষের বক্সে ও বক্সের বাইরে ভুগতে দেখা গেছে নেইমার, এমবাপে ও মেসিকে।

আরও পড়ুন>>>বাগেরহাটে চলন্ত ট্রাকের চাকা খুলে দুই পুলিশ গুরুতর আহত

দ্বিতীয়ার্ধে এমবাপে চোট পেয়ে মাঠ ছাড়ার পর পিএসজির আক্রমণভাগ যেন গুটিয়ে যায় আরও। শেষ দিকে মরিয়া চেষ্টা চালালেও গোল পাননি মেসি; রাঙাতে পারেননি নতুন দলের হয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram