২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

নড়াইলে ব্রীজ দুটি যেন মরন ফাঁদ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মে ২৫, ২০২২
9
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রিপন বিশ্বাস, (নড়াইল) কালিয়া প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার চান্দেরচর - মহাজন ও কালিয়া খাশিয়াল সড়কের মধ্যবর্তী স্থানে মাউলী খালের ও তালবাড়িয়া খালের দুটি ব্রিজের স্নাব ভেঙে পড়ায় সড়ক দুটিতে গত ৬ মাসেরও বেশী সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে ।

পথচারিরা পায়ে হেটে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করলেও কৃষিপণ্য বাজারজাতকরন নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরাসহ ১০গ্রামের লক্ষাধিক মানুষ। ফলে উপজেলার একটি বৃহৎ জনগোষ্ঠীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।

আরও পড়ুন>>>বেনাপোলে স্বর্ণ পাচারকারী দুই পাসপোর্ট যাত্রী আটক

উপজেলার মাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মো.সোহাগ মোল্যা জানান , উপজেলার চান্দেরচর , মাউলী , তেলিডাঙ্গা , কাঠাড়দুরা , মহাজন ও কলাগাছি গ্রামের প্রায় অর্ধ লাখ মানুষের যাতায়াতের প্রধান সড়ক হিসাবে বিবেচিত চান্দেরচর - মহাজন সড়কের মাউলী খালের উপরে অবস্থিত ব্রিজের উপর দিয়ে কাঠ বোঝাই একটি নছিমন গাড়ি পার হওয়ার সময় গত বছর নভেম্বর মাসের শেষ দিকে ব্রিজের স্নাব ভেঙে খালে পড়লে চালক ইকবাল হোসেন ঘটনাস্থলেই নিহত হয় । ঘটনার পর থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
উপজেলার খাশিয়াল ইউপির চেয়ারম্যান মো . বরকত উল্লাহ বিশ্বাস বলেন , কালিয়া - খাশিয়াল সড়কের মধ্যবর্তী স্থানে তালবাড়িয়া খালের ব্রিজটি গত প্রায় ৬ মাস আগে আপনা থেকেই ভেঙে পড়েছে । যে কারনে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় লোকচলাচলে দূর্ভোগের পাশাপাশি কৃষিজাত পন্য আনা নেওয়াসহ বাজারজাত করনে সমস্যায় ভূগছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ।
ব্রীজ দুটি যেন মরন ফাঁদ
তবে ব্রিজ দুটি উপজেলা প্রকৌশল বিভাগের লোকজন পরিদর্শন করলেও গত ৬ মাসেও কোন প্রতিকার মেলেনি।  ফলে লক্ষাধিক মানুষের দূর্ভোগের পাশাপাশি কৃষিজাত পণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে ।
ব্রীজ দুটি যেন মরন ফাঁদ
এ দিকে কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন , ব্রিজ দুটি ভেঙে পড়ার ঘটনাটি জানার পর তিনি উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছেন । যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram