৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ভূমিকম্পে জাপানে সাগরে জেগে উঠল জমি!

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
জানুয়ারি ১৭, ২০২৪
115
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের নোটো উপদ্বীপ নববর্ষে ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সেই বিপর্যয়ে ২১৩ জন প্রাণ হারান। আশ্রয় শিবিরে ঠাঁই হয়েছিল ২৬ হাজার মানুষের। অন্তত ৬০ হাজার ঘরে পানি নেই, ১৫ হাজার পরিবার বিদ্যুৎহীন। এ পর্যন্ত জানা ছিল। কিন্তু তার পর যা জানা গেল, তা বেশ চমকে যাওয়ার মতো। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ওই দিনের কম্পন এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্র পিছিয়ে গেছে। সমুদ্র ঘেঁষে জেগে উঠেছে ২৫০ মিটার (প্রায় ৮০০ ফুট) জমি। ওই জমি এতটাই বড় যে দু’দুটি ফুটবল মাঠ ধরে যেতে পারে। এর ফলে সমুদ্র ন্দর শুকনো খটখটে, সেখানে পানি নেই। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল থেকে সমুদ্র সরে গেছে। ফ্রান্সের এক ইলেক্ট্রনিক টেকনিশিয়ান নাহেল বেলগোরজে (তিনি ভূ-পর্যবেক্ষক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপর্যয় পর্যবেক্ষণ করেন) প্রথম ৪ জানুয়ারি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘জাপানের নোটো উপদ্বীপে সোমবার ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উপকূলবর্তী অঞ্চলে ২৫০ মিটার জমি জেগে উঠেছে।’

তিনি নোটো উপদ্বীপের ভূমিকম্পের আগে ও পরের ছবিও শেয়ার করেন সমাজমাধ্যমে। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তরপশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত ১০টি স্থানে তারা জমি জেগে ওঠার (কোস্টাল আপলিফ্ট) প্রমাণ পেয়েছেন। ‘জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’-র বিশেষ কৃত্রিম উপগ্রহ ‘অ্যাডভান্সড ল্যান্ড অবজারভিং স্যাটেলাইট-২’-এর পাঠানো ছবিতেও বিষয়টি ধরা পড়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram