৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ১৫, ২০২৪
13
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত যশোরের মণিরামপুরে ১৯ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন ও ফজলুল হক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, শরিফুল ইসলাম, আব্দুল হক, লিয়াকত আলী, মুনজুর আক্তার, সন্দীপ ঘোষ ও ফরহাদ হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান জলি আক্তার, জেসমিন আক্তার, আমেনা বেগম, মাজেদা খাতুন, জাহানারা ইয়াসমিন, গুলবদন, সুরাইয়া আক্তার ও মাহবুবা ফেরদৌস পাপিয়া।
প্রার্থীদের মধ্য ফজলুল হক, লিয়াকত আলী ও গুলবদন রহমান জামায়াতের প্রার্থী।

সোমবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস ১৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিলের তথ্য নিশ্চিত করে বলেন, আগামী বুধবার মনোনয়ন যাচাইবাছাই করা হবে। এরপর ২২ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। ২৩ এপ্রিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবার মণিরামপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram