১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ১৭, ২০২৪
10
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
ডেস্ক রিপোর্টঃ যশোরের  শার্শা উপজেলাধীন বুরুজবাগান এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মোঃ রায়হান (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রায়হান হোসেন শার্শা উপজেলার যাদবপুর এলাকার মোঃ আহমেদের ছেলে।
উল্লেখ্য, রায়হানের নামে শার্শা থানায় ২০১৭ সালের ৮ মে ধারা- মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ১(খ) মামলা হয়। মামলা নং ০৯।  আসামীর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ রায়হান (৩১) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত ২৩ সালের ২৭ শে সেপ্টেম্বর আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য শার্শা থানাকে দায়িত্ব প্রদান করেন। র‌্যাব-৬, যশোর ক্যাম্প উক্ত পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায়  ১৭ই এপ্রিল  তারিখে রাত আনুমানিক দেড় ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হান শার্শা থানাধীন বুরুজবগান এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ০৩ টা নাগাত  উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে।
র‍্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে, ১৭ সালে ৫০০ গ্রাম হিরোইনসহ  শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য  আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram