১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২৩, ২০২১
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭
ছবি- সংগৃহীত | ছবি : মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১০ জন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে স্থানীয় গণমাধ্যমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অ্যাক্রিল সানি আব্দুল্লাহ সানি।

মালয়েশিয়ায় ১৩টি প্রদেশের মধ্যে ৯টি প্রদেশই মাত্র ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আকস্মিক বন্যা প্লাবিত হয়। সৃষ্ট বন্যায় উপদ্বীপজুড়ে ১৮ হাজার ৮০টি পরিবারের ৬৮ হাজার ৩৪১ জন লোক গৃহহীন হয়েছে।

বর্তমানে বন্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার ৬৬ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। সরকার বন্যা দুর্গতদের জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য অসংখ্যা অস্থায়ী ত্রাণ কেন্দ্র এবং সেনাবাহিনী মোতায়েন করেছে। মালয়েশিয়ায় বন্যায় মৃতের

আরও পড়ুন>>>কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণে মামলা, হোটেল ম্যানেজার আটক

৯টি রাজ্যের মধ্যে এই সাতটি রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন- পেরাক, কুয়ালালামপুর, সেলাঙ্গর, নেগ্রি সেম্বিলান, মেলাকা, পাহাং এবং কেলান্তান। সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে পাহাং।

সংশ্লিষ্ট সংস্থাগুলো বলেছে, প্লাবিত এলাকার কিছু নদীর পানি বিপদ সীমার মধ্যে রয়েছে এবং আগামী দিনে আরও বন্যার সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছেন। আইজিপি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় চুরি ও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। মালয়েশিয়ায় বন্যায় মৃতের

তিনি ক্ষতিগ্রস্তদের এ ধরনের কার্যকলাপে অবলম্বন না করে অস্থায়ী ত্রাণ কেন্দ্রে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সেখানে খাবার এবং সাহায্য পাওয়া যাচ্ছে। এরই মধ্যে খাবারের অভাবে একটি সুপারশপ থেকে পণ্য সামগ্রী লুটপাটের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram